শুক্র ও শনিবারের মতো রবিবারও মেঘলা থাকবে আকাশ। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ দুপুরের পর দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে শহরজুড়ে। ফলে তাপমাত্রার পারদ সর্বোচ্চ ৩২ ডিগ্রির আশেপাশেই থাকবে বলে জানা গিয়েছে। পাশাপাশি হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের ৬ টি জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে ভারি বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। এদিকে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর দিয়ে বইবে ঝড়ো হাওয়া।
উল্লেখ্য, বিহার ও ওড়িশায় তৈরি নিম্নচাপ অক্ষরেখার জেরেই বিহার, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। আর তার জেরেই জলীয় বাষ্প ঢুকছে এরাজ্যে।
Be the first to comment