সোমবার বিকেল থেকেই শুরু হতে পারে ঝড়-বৃষ্টি, জানালো আবহাওয়া দফতর

Spread the love

ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবারও এমনটাই জানালো আবহাওয়া দফতর৷ রাজ্যের বিভিন্ন জেলায় আজ বিকেল থেকেই শুরু হতে পারে ঝড়-বৃষ্টি৷ বীরভূম, নদিয়া, দুই বর্ধমান এবং মুর্শিদাবাদেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি৷ এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস৷

মূলত, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে তৈরি হওয়া গভীর ঘূর্ণাবর্তের জেরেই ঝড়-বৃষ্টির রেশ চলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে৷ হাওয়া অফিস জানাচ্ছে, রাজস্থান-ঝাড়খণ্ড পর্যন্ত তৈরি হয়েছে নিম্নচাপ অক্ষরেখা৷ ঘূর্ণাবর্ত আর নিম্নচাপ অক্ষরেখার দাপটেই বৃষ্টি শুরু হয়েছে রাজ্যেজুড়ে৷ তবে আজ কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকবে৷ দুপুরের পর থেকে দমকা হাওয়া বইবে৷ গত ২৪ ঘণ্টায় শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*