শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালো। গত তিনদিনে লাফিয়ে বেড়েছে কলকাতার তাপমাত্রা। বিগত তিন দিনে কলকাতায় তাপমাত্রার পারদ বেড়েছে প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা আরও বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে হালকা কুয়াশার রেশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে, বাড়বে গরমের অনুভূতি।
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৪ শতাংশ । আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটে থমকে গেছে উত্তরের ঠান্ডা হাওয়া। অন্যদিক, থেকে সমুদ্র থেকে পুবালি হাওয়ার দাপটে বাতাসে জলীয় বাস্পের পরিমাণ। ফলে বাড়ছে গরমের অনুভূতি, কমছে শীতের আমেজ। আগামীকাল আবারও নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে জম্মু কাশ্মীর উপত্যকায়। উত্তর-পশ্চিম ভারতে আগামী ২৪ ঘণ্টার পর থেকে কমবে তাপমাত্রা। উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে ৫ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে । রাজ্যগুলিতে শীতের দাপট বৃদ্ধি পেলে পশ্চিমবঙ্গে কমতে পারে তাপমাত্রার পারদ । দক্ষিণ ভারতে আরও কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
Be the first to comment