দিনভর বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখল আলিপুর আবহাওয়া দফতর। যার প্রমাণ মিলেছে রবিবার সকাল থেকেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজল কলকাতা। তবে শুধু তিলোত্তমা নয়, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বিপর্যস্ত জনজীবন। উত্তর বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছিল গত সপ্তাহেই। কিন্তু সেই সেই নিম্নচাপ পশ্চিম ওড়িশার দিকে সরে যাওয়ায়, সেভাবে বৃষ্টিপাত হয়নি। তা সত্ত্বেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছিল আবহাওয়া দফতর।
আর ভারী বৃষ্টির সতর্কতা ছিল দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া সহ আলিপুরদুয়ার, কালিম্পং-সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও। আর সেই ভবিষ্যত বানী সত্যি করে রবিবার সকাল থেকেই পাল্টে যায় দক্ষিণবঙ্গের পরিস্থিতি। মুষলধারে বৃষ্টি শুরু হয় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে। বৃষ্টির ফলে ছুটির আমেজ বাড়লেও দুশ্চিন্তার ভাঁজ ফুটবলপ্রেমীদের মনে। রবিবারই মরশুমের প্রথম ডার্বি। কলকাতা লিগে যুবভারতীতে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলপ্রেমীরা আসছেন ম্যাচ দেখতে। কিন্তু সকাল থেকেই যেভাবে প্রবল বৃষ্টি শুরু হয়েছে, তাতে সমস্যায় পড়েন অনেকেই।
Be the first to comment