শুক্রবার ফের নামল শহরের তাপমাত্রা ৷ এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস ৷ বৃহস্পতিবারই স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি ছিল শহরের তাপমাত্রা ৷ একধাক্কায় তাই অনেকটা পারদই নেমেছে এই শহরে ৷ আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস ৷ তবে রাতের দিকে তাপমাত্রা কমলেও বাড়বে দিনের তাপমাত্রা ৷
রাতে ও ভোরের দিকে শীতের আমেজ থাকবে বলে জানা গিয়েছে ৷ বেলা বাড়তেই উধাও হবে শীত, জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷ উত্তরবঙ্গের জেলাগুলিতে অবশ্য ঘন কুয়াশা জারি রয়েছে ৷
Be the first to comment