শহর থেকে গায়েব শীত ৷ গত সপ্তাহ থেকেই অল্প অল্প করে গরম টের পাচ্ছেন কলকাতার মানুষজন ৷ তবে সপ্তাহ শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ শুক্র ও শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ৷ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ৷
এদিকে উত্তরবঙ্গের উপরে রয়েছে অক্ষরেখা ৷ সকালের দিকে ঘনকুয়াশা থাকবে বলে খবর ৷ অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সকালে হালকা কুয়াশা দেখা যাচ্ছে ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে বিপরীত ঘুর্নাবর্ত। উত্তরবঙ্গে ঘুর্নাবর্ত। এই দুয়ের জেরে জলীয় বাস্প বাড়বে। আংশিক মেঘলা আকাশ ও সকালের দিকে কুয়াশা। পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে বাড়বে তাপমাত্রা।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি ৷ স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি ৷ রাতের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশি থাকবে ৷ বাড়বে দিনের তাপমাত্রাও। তবে শীত ফেরার আর সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
Be the first to comment