ফের ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ। বিশেষ করে বৃহষ্পতিবার, শুক্রবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মাঝারি ও ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। বৃহষ্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা। কয়েক পশলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছ বিভিন্ন জায়গায়। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শক্তি বাড়াচ্ছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্মচাপটি। বর্তমানে দীঘার কাছাকাছি অবস্থান করছে সেটি। তার প্রভাবে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে কলকাতা সহ দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি, নদীয়ায়। ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুরে৷ সেজন্য দীঘার মৎস্যজীবীদের জন্যও জারি হয়েছে সতর্কবার্তা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামেও ৷
Be the first to comment