প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার, মরসুমের শীতলতম দিন। সর্বনিম্ন ১১.৫ ডিগ্রি, সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। রেকর্ড শীতের প্রভাব রাজ্যে। কুয়াশার দাপট বিভিন্ন জেলাগুলিতে। বড়দিন থেকেই শুরু হয়েছে শীতের ঝোড়ো ব্যাটিং।
এদিনের পারদ পতন যেন তারই ধারাবাহিকতা। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, বড়দিনের সময় থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়বে দক্ষিণবঙ্গে। পূর্বাভাস মতোই ক্রিস্টমাসের সকালে কলকাতার পারদ নেমেছিল ১২.১-এ। বুধবার ছিল ১২ ডিগ্রিরও নীচে। আর ২৭ তারিখ সর্বনিম্ন তাপমাত্রা কমে হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।
নতুন বছরে আরও জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ভাঙতে পারে গত কয়েক দশকের পারদ পতনের রেকর্ড। দক্ষিণের সঙ্গে পাল্লা দিয়েই নামছে উত্তরবঙ্গের তাপমাত্রাও।
Be the first to comment