মঙ্গলবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় ব্রজবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভবনা। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা গতকালের তুলনায় বাড়তে পারে। কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৮ ডিগ্রি ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩৭.৯ ও ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। ফণীর পর দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর।
উল্লেখ্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গড় তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। আসানসোলে ৩৯.২, পানাগড়ে ৩৯.৫, মেদিনীপুরে ৩৯, বাঁকুড়ায় ৩৮.৯, মালদায় ৩৮.৪, ঝাড়গ্রামে ৩৯, শ্রীনিকেতনে ৩৮.২, পুরুলিয়ায় ৩৯.২, ব্যারাকপুরে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সোমবার।
Be the first to comment