কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এছাড়াও বৃষ্টির সঙ্গেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। একই সঙ্গে সাগরে প্রবল জলোচ্ছ্বাস হতে পারে বলে জানানো হয়েছে। আর সেই কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বিকানের থেকে দিঘা পর্যন্ত সক্রিয় মৌসুমি রেখা বিস্তৃত রয়েছে দক্ষিণপূর্ব থেকে পূর্বমধ্য বঙ্গোপসাগর পর্যন্ত। পশ্চিমমধ্য এবং উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের উপর সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত দক্ষিণপশ্চিমে ঝুঁকে পড়ায় দক্ষিণ ওডিশা উপকূলের উপর সৃষ্ট হওয়া ঘূর্ণাবর্তের সঙ্গে মিশে গিয়েছে। যার ফলে আগামী ৪৮ ঘন্টায় নয়া নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হবে। ফলে বাংলার উপকূল এলাকা তো বটেই কলকাতাতে ভারী বৃষ্টিপাত হবে বলেই পূর্বাভাসে জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস।
Be the first to comment