শক্তি বাড়াচ্ছে ‘বিপর্যয়’! আগামী ৬ ঘণ্টার মধ্যেই তা গভীর ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।এর জেরে লণ্ডভণ্ড হতে পারে পাকিস্তান। মঙ্গলবার মৌসম ভবনের তরফে জানানো হয় , মধ্যপূর্ব এবং দক্ষিণপূর্ব আরব সাগরের উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। মৌসম ভবন সূত্রে খবর, এই ঘূর্ণিঝড়ের নাম ‘বিপর্যয়’। এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে ভারতের বিভিন্ন রাজ্যেও।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আছড়ে পড়তে পারে ‘বিপর্যয়’। তবে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে ভারতেও। কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র এবং গুজরাটের উপকূলবর্তী এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া। পাশাপাশি এলাকার বিক্ষিপ্ত স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। করাচি থেকে দক্ষিণে ১৪৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়। ‘বিপর্যয়’র কারণে ভারতে বর্ষের প্রভাব পড়বে বর্ষার প্রবেশেও। আগামী ১০ জুন পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় সৃষ্টির ফলে মুম্বইয়ে বর্ষা আসতে আরও দুই থেকে তিন দিন দেরি হতে পারে।বিপর্যয়ের প্রভাবে বৃষ্টির দেখা আরও দেরিতে মিলবে। ১৫ জুন নাগাদ মুম্বইয়ে বৃষ্টি শুরুর পূর্বাভাস জারি করলেও তা পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।
Be the first to comment