বৃহষ্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি বেশি। অন্যদিকে উত্তর ভারতে তুষারপাত চলছে। সেখানকার ঠান্ডা হাওয়া রাজ্যে ঢুকতে আরও কয়েকদিন সময় লাগবে। তার পরই নামবে পারদ। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
এদিকে, বাংলাদেশের উপর সক্রিয় হয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে রাজ্যের বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের উপস্থিতি থাকায় রাজ্য জুড়ে কুয়াশার দাপট লক্ষ করা যাচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, সকালের দিকে হালকা মেঘ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ।
Be the first to comment