জাঁকিয়ে শীত না পড়লেও বড়দিনে নামবে পারদ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয় আকাশ৷ যদিও ঘূর্ণাবর্তের জেরে থমকে রয়েছে শীত। তবে জাঁকিয়ে শীত কবে পড়বে তা এখনও নিশ্চিত করতে পারলো না হাওয়া অফিস। বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের জেরেই আতকে রয়েছে শীত । প্রচুর জলীয় বাষ্প থাকায় সকাল থেকে কুয়াশায় ঢাকছে চারদিক।
যদিও রবিবারের পর থেকে তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে বড়দিনে ১৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে তাপমাত্রা।
Be the first to comment