গত কয়েকদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা বৃষ্টিতে ভিজলেও ভেজেনি তিলোত্তমা। উল্টে তাপমাত্রা আরও বেড়েছে। সোমবার থেকে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের তাপমাত্রা আরও বাড়বে। নেই বৃষ্টির পূর্বাভাস। বরং তাপপ্রবাহের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর।স্বভাবতই জ্যৈষ্ঠের গরমে পুড়বে বঙ্গবাসী।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ না থাকার কারণে এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ বাতাসের পরিমাণ কমার জন্য আগামী কয়েক দিন ধরে রাজ্যে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। সে ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই। উল্টে রাজ্যে আগামী কয়েক দিন ধরে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। তবে সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩৬ ডিগ্রির আশপাশে থাকবে বলে জানিয়েছেন আবহবিদরা। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির কাছাকাছি।
Be the first to comment