সকাল থেকেই মেঘলা আকাশ। যার জেরে একধাক্কায় অনেকটাই কমল শীত। আগামী ২-৩ দিনে ঠান্ডা আরও কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর অর্থাৎ পৌষ সংক্রান্তিতে কনকনে ঠান্ডায় পিঠে পুলি খাওয়ার আনন্দ কমছে।
আলিপুরের আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রিরও বেশি বেড়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তা বেড়ে হয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা আরও বেড়ে ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে।শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫.৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বেলা গড়াতেই পরিষ্কার হবে আকাশ। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন আবহবিদরা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমি ঝঞ্ঝার কারণে কমেছে উত্তুরে হাওয়ার দাপট।তার পরিবর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস রাজ্যে প্রবেশ করছে। সেই কারণেই আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও এর প্রভাব পড়তে পারে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ইতিমধ্যেই থমকে গিয়েছে তাপমাত্রা। কয়েকটি জেলায় পারদ ঊধর্বমুখী। অবশ্য দক্ষিণবঙ্গে তাপমাত্রা উর্ধ্বমুখী হলেও দার্জিলিং-কার্শিয়াঙের মতো জেলাতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। জাঁকিয়ে ঠান্ডা থাকবে চলতি সপ্তাহেও। তবে জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলি ঘন কুয়াশার চাদরে মোড়া থাকবে।
Be the first to comment