কলকাতায় তাপমাত্রা ২ ডিগ্রি নামল ৷ আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা আরও বেশ কিছুটা নামতে পারে।
দিল্লি সহ উত্তর-পশ্চিম ভারতের কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করেছে মৌসম ভবন। বর্ষা বিদায়ের সঙ্গে সঙ্গেই দেশজুড়ে শীতের আগমনের পালা শুরু হয়ে গেছে। এদিকে কলকাতায় হেমন্তের উপস্থিতি স্পষ্ট। সকাল থেকেই শীতের আমেজ অনুভূত হচ্ছে। আগামী তিন-চার দিন ধীরে ধীরে তাপমাত্রার পারদ ক্রমশ কমতে থাকবে । রাতের তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে থাকবে বলে অনুমান।
গতরাতে কলকাতার তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। একদিনে তাপমাত্রা কমে হয়েছে ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯০ শতাংশ। সর্বনিম্ন ৫১ শতাংশ । গত ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রাতে শীতের অনুভূতি হলেও দিনের বেলায় গরম অনুভূত হবে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম থাকবে । রাতের দিকে হালকা শীতের আমেজ অনুভূত হবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ও সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার,কোচবিহার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অসম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরাতেও হালকা বৃষ্টি হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় এই বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টা পর থেকে উত্তরবঙ্গে শীতের আমেজ দেখা দেবে এবং ক্রমশ কমবে রাতের তাপমাত্রা।
Be the first to comment