ভ্যাপসা গা জ্বালানো গরম থেকে অবশেষে মিলবে রেহাই। বৃহস্পতিবার থেকেই কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্বস্তি দিতে আসছে কালবৈশাখী। হাওয়া অফিস জানাচ্ছে, এদিনই মরশুমের প্রথম কালবৈশাখীর সাক্ষী হতে পারে কলকাতা। যার ফলে শহর এবং শহরতলীতে গুমোট গরমের হাত থেকে রেহাই মিলবে। এছাড়াও লকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী কয়েকদিন। জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৬-৮৮ শতাংশ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জানা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ঝড়বৃষ্টি হতে পারে। ফলে হাঁসফাঁস গরমে গা জুড়োতে খানিকটা স্বস্তির বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর, তা বলাই বাহুল্য। কারণ মাত্র কিছুদিন আগেই এই জেলাগুলিতে কার্যত তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল।
দক্ষিণবঙ্গে কাটপাটা রোদ হলেও উত্তরবঙ্গে একটানা বৃষ্টিপাত চলছে গত কয়েকদিন ধরে। দার্জিলিঙের আবহাওয়া কেমন থাকবে? আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী পাঁচদিন দার্জিলিঙে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। এমনকী আগামী বুধবার অর্থাৎ ২২ এপ্রিল দার্জিলিঙে শিলাবৃষ্টি হবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। ফলে ছুটিতে পর্যটকদের প্ল্যান মাঠে মারা যেতে পারে।
কেবলমাত্র দার্জিলিংই নয়, আগামী কয়েকদিন কালিম্পঙেও ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শিলাবৃষ্টি হতে পারে এই এলাকাতেও। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
অন্যদিকে, এ বছর দেশে বর্ষা স্বাভাবিক হবে বলে জানিয়েছে মৌসম ভবন। সঠিক সময়ই বর্ষা প্রবেশ করতে চলেছে বলে খবর।
Be the first to comment