পর পর তিনদিন কনকনে ঠান্ডার পর আজ কিছুটা বাড়ল কলকাতার তাপমাত্রা। সোমবার শীতের তেমন দাপট না থাকলেও আজও স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কম রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি কম। এ ছাড়া, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম।
হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার সারাদিন কলকাতায় মূলত পরিষ্কার থাকবে। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ২ ডিগ্রি কম। তার চেয়ে কিছুটা বেড়েছে সোমবারের তাপমাত্রা।
কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও হাড়কাঁপানো ঠান্ডা পড়েছে ।ক্রমাগত পারদপতনে দার্জিলিংকে কার্যত সমানে সমানে টেক্কা দিয়েছে পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলা। একাধিক জেলায় রবিবারও তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে। মালদহ, পুরুলিয়া, বাঁকুড়া-সহ পাঁচ জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস।
Be the first to comment