উত্তুরে হাওয়ার বন্ধ। আর সেকারনেই বেড়ে চলেছে শহরের তাপমাত্রা। শুক্রবার অল্প হলেও বাড়ল শহরের তাপমাত্রা। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা বৃহস্পতিবার বিকালে বেড়ে ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। আজ আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৬ শতাংশ , সর্বনিম্ন ৪০ শতাংশ। আজ ফের বেলার তাপমাত্রা ৩১ ডিগ্রিতে পৌঁছতে পারে।
বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা বুধবার বিকালে বেড়ে ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি। আজ আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৮ শতাংশ , সর্বনিম্ন ৪৪ শতাংশ।
বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা মঙ্গলবার বিকালে বেড়ে ২৯.২ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। আজ আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৭ শতাংশ , সর্বনিম্ন ৪২ শতাংশ। দমদমের সর্বনিম্ন সকাল সকাল পৌঁছে গিয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সল্টলেকের সকালের তাপমাত্রা পৌঁছে গিয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে।
Be the first to comment