ফের পারদ পতন, বছরের শেষ দিনে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?

Spread the love

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃহস্পতিবার ঝমঝমিয়ে নেমেছিল বৃষ্টি। ৩১ ডিসেম্বর বছরের শেষ দিন। কেমন থাকবে আবহাওয়ার মতিগতি? বছরের শেষ দিনেও কি হবে বৃষ্টিপাত? প্রশ্ন সাধারণ মানুষের মনে। আলিপুর আবহাওয়া দফতর অবশ্য খুশির খবর শোনাচ্ছে। বৃষ্টিকে ‘আউট’ করে ফের একবার ‘ক্রিজে’ ব্যাট হাতে দেখা যেতে পারে শীতকে। এমনকী, ঝোড়ো ইনিংস খেলতে পারে হাড় কাঁপানো ঠান্ডা, জানা গিয়েছে এমনটাই।

চলতি বছর আবহাওয়ার খামখেয়ালি মেজাজে বহু সময় বিপাকে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। রেকর্ড বৃষ্টিপাত হয়েছে চলতি বছর। দুর্গাপুজোর দিন যখন আলো, উৎসবে মজে গোটা রাজ্য, সেই সময় নবমীর রাতে সেই আনন্দে ‘জল ঢেলেছে’ আবহাওয়া। বিভিন্ন সময় ঘূর্ণাবর্তের উপর ভর করে রাজ্যে হয়েছে ‘অকাল বর্ষণ’। ঘূর্ণিঝড় জাওয়াদ তাণ্ডব না চালালেও ঝমঝমিয়ে নেমেছে বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরপ্রদেশের উপর যে ঘূর্ণাবর্ত ছিল তার জন্য বৃহস্পতিবার বৃষ্টিপাত হয়েছিল। কিন্তু, শুক্রবার নতুন করে বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। বরং তাপমাত্রার পারদ দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। শহর কলকাতার আকাশ থাকবে মেঘমুক্ত। সকালের দিকে কুয়াশায় ঢাকা থাকবে আকাশ। কিন্তু, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে।

এই মরশুমে ‘বিলম্বিত বোধদয়’ হয়েছিল শীতের। প্রথমের দিকে একেবারেই রান ওঠেনি শীতের ব্যাটে। কিন্তু, ডিসেম্বর মাসের প্রথম দুই সপ্তাহে কার্যত ঝোড়ো ইনিংস খেলেছে ঠাণ্ডা। কিন্তু, পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের বাধাপ্রাপ্ত হয়েছিল উত্তুরে হাওয়া। উত্তুরে হাওয়া এবং পুবালি হাওয়ার সংঘাতের জেরে ডিসেম্বরের শেষ সপ্তাহে ফের চড়তে শুরু করে তাপমাত্রার পারদ। শীতপ্রেমীদের প্রশ্ন, তবে কি এই মরশুমে আর দেখা পাওয়া যাবে শীতের? এই প্রশ্নের জবাবে আশার আলো দেখাচ্ছেন আবহাওয়াবিদরা। তাঁরা জানাচ্ছেন, ২০২২ সালের প্রথম দিন থেকেই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। তবে কবে হাড় কাঁপানো ঠান্ডা উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ, সেই বিষয়ে নিশ্চিত করে কিছু জানাচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর। তবে আরও একবার ঝোড়ো ব্যাটিং করতে পারে শীত মনে করছেন তাঁরা। এদিকে শুক্রবার জেলাগুলির আকাশও থাকবে মেঘমুক্ত। দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রাও একধাক্কায় কমবে দুই থেকে তিন ডিগ্রি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*