তৃতীয় দফার নির্বাচনে ওয়েব কাস্টিং-র উপর আরও জোর দিচ্ছে নির্বাচন কমিশন ৷ আজ কমিশনের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ প্রথম ও দ্বিতীয় দফার ভোট থেকে শিক্ষা নিয়েই, এবার আরও সতর্ক হচ্ছে কমিশন ৷
অন্যদিকে, তফসিলি জাতি উপজাতির মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ১০০০ টাকার মাসিক ভাতার প্রতিশ্রুতি কার্যকর করতে একটি টোল ফ্রি নম্বর চালু করেছিল তৃণমূল কংগ্রেস ৷ বিষয়টি নজরে আসতেই আজ তড়িঘড়ি সেই টোল ফ্রি নম্বর বন্ধ করে দিল নির্বাচন কমিশন ৷
উল্লেখ্য, প্রথম ও দ্বিতীয় দফার ভোটে ওয়েব কাস্টিংয়ের ক্ষেত্রে বেজায় সমস্যার মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে ৷ সেই সমস্যা দূর করতে ৬ এপ্রিল তৃতীয় দফার নির্বাচনে আরও সতর্কতা অবলম্বন করতে চলেছে নির্বাচন কিমশন ৷ নির্বাচন চলাকালীন যাতে ওয়েব কাস্টিং-এ কোনও সমস্যা না হয়, সেদিকে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে ৷
প্রসঙ্গত, প্রথম দু’দফায় নির্বাচন চলাকালীন মাঝপথেই ওয়েব কাস্টিং বন্ধ হয়ে গিয়েছিল ৷ তাই আজ দিল্লি থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এনিয়ে বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য় নির্বাচন আধিকারিককে ৷ পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও এই ভিডিয়ো কনফারেন্সে কথা হয় কমিশনের আধিকারিকদের মধ্যে ৷
অন্যদিকে, নির্বাচন কমিশনের কোপের মুখে দৃষ্টিতে তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের নির্বাচনী ইস্তেহারে তফসিলি জাতি উপজাতির মহিলাদের জন্য মাসিক ১০০০ টাকা এবং সাধারণদের জন্য ৫০০ টাকা মাসিক ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ অভিযোগ উঠেছিল, তৃণমূলের তরফে সেই প্রকল্পের কাজ ভোটের মাঝেই করা হচ্ছিল ৷ তফসিলি জাতি উপজাতির মহিলাদের নাম নথিভুক্ত করতে একটি টোল ফ্রি নম্বর চালু করেছিল তৃণমূল ৷ সেই বিষয়টি নজরে আসতেই আজ ফোন নম্বরটিকে বন্ধ করে দেয় কমিশন ৷ সেই সঙ্গে কমিশনের তরফে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচনী আচরণবিধি চলাকালীন টোল ফ্রি নম্বর বা কোনওরকম উপায়ে নাম নথিভুক্ত করা যাবে না ৷
Be the first to comment