২০১৮ সালের নথিভুক্ত অপরাধের রিপোর্ট প্রকাশ করল ন্যাশানাল ক্রাইম রেকর্ড বিউরো । বছরের শুরুতেই মুখ পুড়ল রাজ্যের । রাজনৈতিক হত্যা থেকে শুরু করে নারী নির্যাতন । একাধিক অপরাধমূলক কাজে বাকি সব রাজ্যকে পিছনে ফেলেছে এই রাজ্য ।
২০১৮ সালের হিসেব অনুযায়ী রাজ্যে মহিলাদের উপর অত্যাচারের ৩০,৩৯৪ টি ঘটনা নথিভুক্ত হয়েছে । ২০১৬ ও ২০১৭ সালেও মহিলাদের উপর অত্যাচারের সংখ্যাটা দেশের মধ্যে বেশি ছিল পশ্চিমবঙ্গেই । দ্বিতীয় স্থানে রয়েছে ওড়িশা । ২০১৮ সালে ওড়িশায় মহিলাদের উপর নির্যাতনের ২০,২৭৪ টি মামলা নথিভুক্ত হয়েছে ।
পাশাপাশি গার্হস্থ্য হিংসার দিক থেকেও বাকি সব রাজ্যকে ছাপিয়ে গেছে পশ্চিমবঙ্গ । এই রাজ্যে ২০১৯ সালে ১৬,৯৫১টি গার্হস্থ্য হিংসার ঘটনা নথিভুক্ত হয়েছে। ২০১৭-তে সংখ্যাটা ছিল ১৬,৮০০। পশ্চিমবঙ্গের ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে উত্তরপ্রদেশ । সেখানে গার্হস্থ্য হিংসার মামলা নথিভুক্ত হয়েছে ১৪,২২৩ টি।
পণের দায়ে ২০১৮ সালে এই রাজ্যে খুন হয়েছে ৩৫৬ জন । এক্ষেত্রেও বাকি সব রাজ্যকে পিছনে ফেলেছে পশ্চিমবঙ্গ । রাজনৈতিক খুনের নিরিখেও সবার প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গই । ১২ টি রাজনৈতিক খুন হয়েছে শুধুমাত্র ২০১৮ সালেই।
ন্যাশানাল ক্রাইম রেকর্ড বিউরো ২০১৮ সালের হিসেবে অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট ১৯৩৩ টি খুনের ঘটনা নথিভুক্ত হয়েছিল । উত্তরপ্রদেশ (৪০১৮), বিহার (২৯৩৪) ও মহারাষ্ট্রের (২১৯৯) পরেই রয়েছে পশ্চিমবঙ্গের স্থান।
তবে ২০১৭ সালের তুলনায় ভারতীয় দণ্ডবিধি ও বিশেষ স্থানীয় আইনের আওতায় ২০১৮ সালে নথিভুক্ত মোট অপরাধের সংখ্যা কমেছে এই রাজ্যে । ২০১৭ সালে মোট নথিভুক্ত অপরাধের সংখ্যা ছিল ১ লাখ ৯৫ হাজার ৫৩৭। ২০১৮-তে সেটি কমে হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৬৩ ।
Be the first to comment