বিচারাধীন বিষয় নিয়ে বিধানসভায় বিরোধীদের হইচই, মুলতুবি প্রস্তাব খারিজ অধ্যক্ষের

Spread the love

আদালতের বিচারাধীন বিষয় নিয়ে বিধানসভায় হৈ হট্টগোল বিজেপি বিধায়কদের। শিক্ষক নিয়োগে রাজ্য মন্ত্রিসভার হস্তক্ষেপেই অযোগ্যদের চাকরির ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ তুলে গোলমাল করেন বিজেপি বিধায়করা। সোমবার, বিধানসভা অধিবেশনের প্রথমার্ধে দৃষ্টি আকর্ষণ পর্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ ১০ বিজেপি বিধায়ক একটি মুলতুবি প্রস্তাব এনে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়টির উপর আলোচনা দাবি করেন। বিচারাধীন বলে সেই দাবি খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এরপরেই বিজেপি সদস্যরা সভাকক্ষে স্লোগান দিতে শুরু করেন। কিছুক্ষণ পরে তাঁরা অধিবেশন কক্ষ থেকে ওয়াক আউট করেন।

শিক্ষক নিয়োগের বিষয়টি আদালতের বিচারাধীন। সভা মুলতবি সেই বিষয় নিয়ে আলোচনা চায় বিজেপি। কিন্তু বিচারাধীন বিষয় হওয়ায় সেই প্রস্তাব খারিজ করে দেন অধ্যক্ষ। তিনি বলেন, আদালতে যে বিষয়ে মামলা চলছে, তা নিয়ে আলোচনা করা যায় না। এরপরেই ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা।

এবিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিধায়নসভায় রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের ক্ষতিয়ান দেওয়া হয়। ডবল ইঞ্জিনের সরকারের তুলনায় বাংলায় তৃণমূল সরকারে অনেক বেশি কাজ করে। সেটা প্রকাশ হয়ে পড়বে এই ভয়েই বিভিন্ন কারণে গোলমাল করে অধিবেশন ত্যাগ করে বিজেপি।

এদিন, মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমানজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলেও বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি পরিষদীয় দল। এর প্রতিবাদে মঙ্গলবার দলের মহিলা বিধায়করা সবাই মুলতুবি প্রস্তাব আনবেন বলে বিজেপি সূত্রে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*