বাংলায় মুকুটে নয়া পালক, ফের আন্তর্জাতিক ‘স্কচ’ পুরস্কার পেল রাজ্য

Spread the love

করোনা পরিস্থিতিতে ভালো কাজের স্বীকৃতি। আন্তর্জাতিক ‘স্কচ’ পুরস্কার (গোল্ড) পেল পশ্চিমবঙ্গের পর্যটন দফতর। শনিবার টুইট করে এই কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি লিখেছেন, ‘ সবাইকে আনন্দের সঙ্গে জানাচ্ছে করোনা পরিস্থিতিতে ভালো কাজ করার জন্য পশ্চিমবঙ্গের পর্যটন দফতর স্কচ গোল্ডেন পুরস্কার পেয়েছে। দফতরের সমস্ত কর্মীদের অভিনন্দন।’

তবে এই প্রথমবার নয়, এর আগেও সরকারি ক্ষেত্রে ভালো কাজের জন্য প্ল্যাটিনাম থেকে গোল্ড চার চারটি স্কচ অ্যাওয়ার্ড পেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। বিভিন্ন সরকারি দফতরগুলিকে উৎসাহ দিতে তাদের কাজের ভিত্তিতে পুরস্কার দেয় স্কচ নামক বেসরকারি সংস্থা।

গ্রামীণ এলাকায় অনলাইনে ট্রেড লাইসেন্স দেওয়া, শিল্প সাথী, অনলাইনে বিভিন্ন ডিড নথিভুক্তিকরণ ও শহরাঞ্চলে নানবিধ সার্টিফিকেট অনলাইনে নবীকরণে সরকার উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। সেই কারণে রাজ্যে এসেছিল এই অ্যাওয়ার্ড।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*