মুম্বইয়ের এক মহিলাকে হোয়াটসঅ্যাপ পর্নোগ্রাফিক গ্রুপে অ্যাড করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে পশ্চিমবঙ্গের এক যুবককে। পুলিশ সূত্রে খবর, মুম্বইয়ের মাটুঙ্গা এলাকার এক গৃহবধূ থানায় এসে অভিযোগ জানান, সেপ্টেম্বর মাসে হোয়াটসঅ্যাপে এক পর্নোগ্রাফিক গ্রুপে তাঁকে অ্যাড করা হয়। গ্রুপটির নাম ‘ট্রিপল এক্সএক্সএক্স’। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো বন্ধুরা মজা করছে তাঁর সঙ্গে। কিন্তু তারপরেই তাঁর ভুল ভাঙে। অ্যাড করার পর থেকেই ওই গ্রুপে অশ্লীল ছবি, পর্নোগ্রাফিক ভিডিও প্রভৃতি পাঠান শুরু হয়।
গ্রুপের মেম্বারদের নাম দেখতে গিয়ে তিনি দেখেন সেখানে ১২ জনের ফোন নম্বর রয়েছে। সবগুলিই তাঁর অপরিচিত। অ্যাডমিন হিসেবে নাম রয়েছে মুস্তাক আলি শেখের। মাটুঙ্গা থানার পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে, মুস্তাক আলি শেখ পশ্চিমবঙ্গের বাসিন্দা। ২৪ বছরের মুস্তাক পেশায় কাটমিস্ত্রি।
খবর পেয়ে এ রাজ্যে মুম্বই পুলিশের একটি দল পাঠানোর সিদ্ধান্ত নেয় তারা। কিন্তু তখনই মোবাইল লোকেশন দেখে তারা জানতে পারে, মুস্তাক মুম্বইয়েই রয়েছেন। মুম্বইয়ের ধারাভি এলাকা থেকে গ্রেফতার করা হয় মুস্তাককে। এই ধরণের গ্রেফতারির ঘটনা এই প্রথম বলে জানিয়েছে মুম্বই পুলিশ।
জিজ্ঞাসাবাদের সময় মুস্তাক জানান, তাঁরা কয়েকজন বন্ধু মিলে এই গ্রুপ তৈরি করেছিলেন। সেখানে কোনও মহিলা ছিল না। মুম্বইয়ের ওই গৃহবধূর নম্বর ভুলবশত অ্যাড হয়ে গিয়েছে বলে জানান মুস্তাক। তিনি বলেন, তিনি ভেবেছিলেন নম্বরটি তাঁর বোনের বরের। ইচ্ছাকৃতভাবে এই কাজ তিনি করেননি বলে জানিয়েছেন।
পুলিশ মুস্তাকের বিরুদ্ধে আইপিসি ৬৭ ও ৬৭-এ ধারায় মামলা দায়ের করেছে। সর্বোচ্চ সাজা হিসেবে ৫ বছরের জেল হতে পারে তাঁর। কিন্তু এরপর যদি এই একই অভিযোগ তাঁর বিরুদ্ধে ওঠে তাহলে ১০ বছরের সাজা ও ১০ লক্ষ টাকা জরিমানা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
Be the first to comment