
রোজদিন ডেস্ক : গতকাল সোমবার শালবনিতে জিন্দলদের তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার গোয়ালতোড়ে সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন হল। উৎপাদন শুরু হলে রাজ্যে বিদ্যুতের দাম কমবে। সেই কথা এদিনও বললেন মুখ্যমন্ত্রী। রাজ্যে শিল্পের সম্ভাবনা আরও বাড়ছে। হাজার হাজার ছেলেমেয়ে চাকরি পাবেন। এদিন পশ্চিম মেদিনীপুরের মঞ্চ থেকে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। এদিনের মঞ্চ থেকে কল্পতরু মুখ্যমন্ত্রী। এদিনই রাজ্যের ১১০টি প্রকল্পের উদ্বোধন করা হল। পাশাপাশি ২১২টি প্রকল্পের শিলান্যাস করা হয়েছে।
সোম ও মঙ্গলবার দু’দিনের সফরে পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রী। এদিন দুপুরে গোয়ালতোড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন হল। গোয়ালতোড়ের জিরাপাড়ায় দুর্গাবাঁধ সরকারি বীজখামারের জমিতে ৭৫৭ কোটি টাকা ব্যয়ে ১১২.৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। যেখানে জার্মানির একটি সংস্থা ৮০ শতাংশ অর্থ বিনিয়োগ করেছে। রাজ্য সরকার বিনিয়োগ করেছে ২০ শতাংশ অর্থ। মূল তত্ত্বাবধানে আছে রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি লিমিটেড। পূর্ব ভারতে এই প্রকল্প এর আগে গড়ে ওঠেনি বলেই খবর। মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, বক্রেশ্বর, মুকুটমণিপুর, পুরুলিয়াতেও আগামী দিনে সৌরবিদ্যুৎ প্রকল্প হবে। বক্রেশ্বরে ২০০ মেগাওয়াট ভাসমান বিদ্যুৎ প্রকল্প হবে। বিদ্যুৎকেন্দ্র চালু হলে বেকার ছেলেমেয়েদের চাকরি হবে। বীরভূমের দেউচা পাঁচামিতে কয়লা উত্তোলন কেন্দ্র তৈরির কাজ হচ্ছে। এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে। রাজ্যে আরও কর্ম সংস্থান বাড়বে। জোরালো কণ্ঠে সেই বার্তা আবারও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বিদ্যুৎ প্রকল্প ছাড়াও একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হল এদিন। আগামী দিনে রাজ্যের ৮ লক্ষ মানুষ এই সব প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়াও ঘাটাল-খড়্গপুরে পানীয় জল প্রকল্পের জন্য ১৯৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ৩৪ কোটি টাকা খরচ করে মেদিনীপুরে জল সংশোধনাগার তৈরির কথাও এদিন জানানো হয়। পথশ্রী প্রকল্পে রাজ্যে রাস্তা তৈরি হচ্ছে। ক্ষীরপাই-রামজীবনপুর রাস্তা তৈরির জন্য ৭৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে। পথশ্রী প্রকল্পে রাজ্যে ২৬৪টি রাস্তা তৈরি হবে। সেই কথাও এদিন জানানো হয়েছে। আগামী দিনে গ্রামগঞ্জের মধ্যে সড়কপথে আরও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। শালবনিতে স্টেডিয়াম তৈরির কথাও মুখ্যমন্ত্রী এদিন ফের জানিয়েছেন।
Be the first to comment