শনিবার সকালের পরিবর্তে সন্ধ্যায় দুবাই হয়ে লন্ডন রওনা দেবেন মমতা

Spread the love

রোজদিন ডেক্স: ১৮ ঘন্টা পর লন্ডনের হিথরো বিমানবন্দরে স্বাভাবিক হল বিমান পরিষেবা। বিমানবন্দরের কাছের একটি সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার জেরে বিদ্যুৎ বিপর্যয়ের জন্য শুক্রবার দিনভর বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছিল। এরফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিটেনযাত্রার সময় পরিবর্তন হয়েছিল। অবশেষে শনিবার সন্ধ্যার বিমানে দুবাই হয়ে লন্ডনের উদ্দেশে রওনা হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রবিবার সকালে (লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী সকাল, ভারতীয় সময় অনুযায়ী দুপুর) লন্ডনে নামবে মমতার উড়ান। আপৎকালীন ব‍্যবস্থা হিসেবে গ‍্যাটউইক বিমানবন্দরে নামার কথা ভাবা হয়েছে।
শনিবার, ২২ মার্চই লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সূত্রের খবর, তাঁর সফরসূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। আগে ঠিক ছিল, তিনি শনিবার সকালে কলকাতা থেকে বিমান ধরবেন ৷ কিন্তু, এখন শোনা যাচ্ছে, তিনি শনিবার সন্ধ্যায় রওনা হতে পারেন। এছাড়াও, তিনি লন্ডনের হিথরো বিমানবন্দরে না গিয়ে অন্য কোনও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেন। এ ক্ষেত্রে শোনা যাচ্ছে, হিথরোর পরিবর্তে গ্যাটউইক বিমানবন্দর হয়ে গাড়িতে তিনি লন্ডন পৌঁছতে পারেন।
রাজ্যের প্রধান সচিবালয় সূত্রের খবর, ইমিরেটস ফ্লাইট ইকে ৫৭৩ কলকাতা থেকে দুবাই রাত ৮টা ২০ মিনিটে রওনা দেবে, যা দুবাই পৌঁছাবে ২৩ মার্চ রাত ১২টা ১৫ মিনিটে। এরপর, দুবাই থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে ইমিরেটস ফ্লাইট ইকে ১১ রাত ২টো ৫০ মিনিটে রওনা হয়ে স্থানীয় সময় সকাল ৬ টা ৪০ মিনিটে লন্ডন পৌঁছাবে মমতার বিমান। এরপর গাড়ি করে প্রায় দেড় ঘণ্টার যাত্রা শেষে তাজ জেমস কোর্ট হোটেলে পৌঁছাবেন বাংলার মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, সফরসূচি নিয়ে দিনভর টানাপোড়েনে প্রথমে পরিকল্পনা ছিল, মুখ্যমন্ত্রী শনিবার সকালে লন্ডনের উদ্দেশে রওনা হবেন। কিন্তু হিথরো বিমানবন্দরের কাছে একটি সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে বিমানবন্দরের বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। এর ফলে প্রায় ১৩০০টি ফ্লাইট বাতিল করতে হয়েছে এবং আপাতত হিথরো থেকে বিমান চলাচল বন্ধ রয়েছে। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তা এখনও অনিশ্চিত। এই কারণে মুখ্যমন্ত্রীর লন্ডন সফর প্রথমে স্থগিত করা হয়েছিল এবং জানা গিয়েছিল যে তিনি ২২ মার্চের পরিবর্তে ২৪ মার্চ লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। তাই নতুন করে সফরসূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।
যদিও এই সফর সূচিকেই এখনও চূড়ান্ত বলা যাচ্ছে না। কারণ, নবান্নের তরফ থেকে এখনও এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি। যদি এই সফরসূচি অপরিবর্তিত থাকে, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য পূর্বঘোষিত যে সূচি রয়েছে, তার বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*