বিশ্বজুড়ে মহামারীর আকার নিয়েছে কোভিড-১৯। প্রতি মুহূর্তে এর বিরুদ্ধে লড়াই করছে ভারতও। আগামীতে আরও বড় বিপদ পৃথিবীর উপর নেমে আসতে চলেছে বলেই জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা হল জলবায়ুর পরিবর্তন।
ওয়ার্ল্ড আর্থ ডে বা বিশ্ব বসুন্ধরা দিবসে সেই নিয়েই সকলকে এক হয়ে কাজ করার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ টুইটারে তিনি লেখেন, “আজ বিশ্ব বসুন্ধরা দিবস। আমাদের পৃথিবী বর্তমানে মানবতার ইতিহাসে সবথেকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সেটা হল করোনা মহামারী। কিন্তু আরও বড় বিপদ আমাদের সামনে অপেক্ষা করছে। তা হল জলবায়ুর পরিবর্তন। আমাদের সবাইকে এর বিরুদ্ধে একসঙ্গে লড়ে আমাদের সুন্দর পৃথিবীকে বাঁচাতে হবে।”
Be the first to comment