বাংলায় আরও কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৭ জনের৷ আক্রান্ত আরও ৩,৫৫৭ জন ৷ বাড়ল সুস্থতার হার ৷ সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,একদিনে আক্রান্ত ৩,৫৫৭ জন ৷ রবিবার ছিল ৩,৫৯১ জন ৷ তুলনামূলক এদিনও কমল দৈনিক আক্রান্তের সংখ্যা৷ তবে সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্ত ৪ লক্ষ ৫৯ হাজার ৯১৮ জন ৷ তবে এদিনের আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি ৷
একদিনে বাংলায় ৪৭ জনের মৃত্যু হয়েছে ৷ রবিবার ছিল ৪৯ জন৷ তুলনামূলক দৈনিক মৃতের সংখ্যাটাও কমেছে বঙ্গে৷ সব মিলিয়ে মোট মৃতের সংখ্যা ৮ হাজারের বেশি৷ তথ্য অনুযায়ী,৮,০৭২ জন৷
মৃত ৪৭ জনের মধ্যে কলকাতার ১০ জন ৷ আর উত্তর ২৪ পরগণারও ১৩ জন৷ হাওড়ার ৩ জন৷ হুগলী ২ জন ৷ পূর্ব বর্ধমান ২ জন৷ পশ্চিম মেদিনীপুর ১ জন৷ বীরভূম ১ জন৷ নদিয়া ৫ জন৷ মুর্শিদাবাদ ২ জন ৷ উত্তর দিনাজপুর ১ জন৷ জলপাইগুড়ি ৩ জন ৷ দার্জিলিং ৩ জন৷ আলিপুরদুয়ার ১ জন ৷
রাজ্যে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩,৬৮৭ জন ৷ রবিবার ছিল ৩,৭২৬ জন৷ তুলনামূলক কম৷ তবুও বাংলায় এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ২৬ হাজার ৮১৬ জন ৷ সুস্থতার হার বেড়ে ৯২.৮০ শতাংশ ৷
Be the first to comment