সঠিকভাবে কোভিড বিধি না মানায় ফের রাজ্যে লাগামছাড়া সংক্রমণ। সপ্তাহ দুয়েক আগে সংক্রমণ সাড়ে তিনশোর কাছাকাছি নেমে গেলও গত কয়েকদিনে তা বাড়তে বাড়তে ফের দৈনিক সংক্রমণ ৭০০ পার। গত ২৪ ঘণ্টায় খুবই সামান্য কমল রাজ্যের দৈনিক সংক্রমণ। সবথেকে বেশি ভয় ধরাচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। একই সঙ্গে আরও কয়েকটি জেলার পরিস্থিতি নিয়েও উদ্বেগ।
শুক্রবারের করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪৪ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬৮৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৭৪৬ জন। রাজ্যে এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ। মৃত্যুশূন্য মাত্র ১৫ জেলা।
কলকাতার দৈনিক আক্রান্তের সংখ্যা এখনও একশোর উপরে। লাগাতার গত কয়েকদিন ধরে সংক্রমণের শীর্ষে কলকাতা। কোভিড রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় মহানগরে আক্রান্তের সংখ্যা ১৩০। মৃত্যু হয়েছে ৩ জনের। সংক্রমণের নিরিখি দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সংশ্লিষ্ট জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২৪ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়াও এই সময়ে দক্ষিণ ২৪ পরগনায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ জন, হুগলিতে ৫১ জন এবং নদিয়াতে আক্রান্ত ৫৭ জন , মৃত ২। আশঙ্কা বাড়িয়ে ফের আক্রান্তের সংখ্যা বেড়ে শৈলশহরেও। দার্জিলিঙে আক্রান্ত ৫২, মৃত্যু হয়েছে একজনের।
Be the first to comment