রঙের উৎসবেও মর্মান্তিক ঘটনা রাজ্যে। অসাবধানতার কারণে নদীর জলে তলিয়ে গিয়ে নিখোঁজ তিন কিশোর। স্নান করতে নেমে মৃত্যু হল দুইজনের। প্রথম ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলায়। দ্বিতীয় ঘটনাটি বর্ধমান জেলার কালনায়। বাঁকুড়া জেলা থেকেও দুইজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
উত্তর ২৪ পরগনা জেলায় পানিহাটি আশ্রম ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায় তিনজন কিশোর। গঙ্গায় স্নান করার সময় পূর্ণিমার ভরা কোটাল এসে যাওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া। ঘটনাস্থলে বিশাল পুলিশ। নিখোঁজ তিন কিশোরের নাম রনি, আদিত্য, এবং নিরোজ। এদের আরও একটি বন্ধু শিবম তলিয়ে গেলেও সাঁতার কেটে উঠে আসে বলে জানা গিয়েছে। এদের প্রত্যেকের বয়স ১৪-১৫ বছর।
অন্যদিকে, বর্ধমান জেলায় রং খেলে দীঘির জলে স্নান করতে গিয়ে মৃত্যু হল দুই ভাইয়ের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমেছে শোকের ছায়া। মৃত দুই’ভায়ের নাম করণ দাস ও যীশু দাস। তাদের বাড়ি কালনার জিউধারা এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দোল সেই উপলক্ষে ওই এলাকায় বন্ধুদের সঙ্গে রং খেলে তাঁরা।
এরপর একটি স্থানীয় এলাকার বড় দীঘিতে স্নান করতে নামে সকলে। এরপর কোনও কারণে তাঁরা দীঘির জলে তলিয়ে যায়। দুই ভাই সাঁতার জানত না বলে জানা গিয়েছে পরিবারের তরফে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে এলে সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করে। পুলিশ দুই ভায়ের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় কালনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বাঁকুড়া জেলায় দোল উৎসবে রঙ খেলে বন্ধুদের সঙ্গে দামোদরে স্নান করতে গিয়ে ‘অবৈধ’ বালি খাদানে জলে তলিয়ে মৃত্যু হল দুই ভাইয়ের। মৃতদের নাম যথাক্রমে সোনু কুমার (১৫) ও সানি কুমার (১৩)। সোমবার বড়জোড়া থানার কৃষ্ণনগর এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, বিহারের বাসিন্দা প্রমোদ কুমার কর্মসূত্রে বড়জোড়ার রায় পাড়ার একটি বাড়িতে ভাড়া থাকেন। এদিন দোল উৎসবে রঙ খেলে অন্যান্য বন্ধুদের সঙ্গে সোনু ও সানি নামে ওই কিশোর স্থানীয় দামোদর নদীতে স্নান করতে যায়। সেখানেই অবৈধ বালি খাদানের জলে কোনভাবে তারা তলিয়ে যায়। পরে স্থানীয়রা ওই নদী থেকে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।
[25/03, 7:28 pm] Arpan:
Be the first to comment