রাজ্যের শিক্ষাব্যবস্থায় ফের ফিরে আসতে চলেছে পাশ-ফেল তা আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ তবে কোন ক্লাস থেকে ফিরছে পাশ-ফেল তা নিয়ে এখনও চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ৷ কেন্দ্রের চিঠি পাওয়ার পর থেকেই পাশ-ফেল ফেরানো নিয়ে তৎপর রাজ্য ৷ এর জন্য গত শুক্রবার ৫ সদস্যের কমিটি তৈরি করে রাজ্য ৷ কমিটির দায়িত্বে রয়েছেন রাজ্য বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বেই বুধবার স্কুল শিক্ষা দফতরে রিপোর্ট পেশ করল পাশ-ফেল কমিটি ৷
পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে পাশ-ফেল ফেরাতে সুপারিশ করে এদিন স্কুল শিক্ষা দফতরের কাছে রিপোর্ট দিল পাস-ফেল কমিটি। ৩৪ পাতার রিপোর্টে বছরে তিনটি পরীক্ষা নেওয়ার সঙ্গে শিক্ষকদের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে । এদিনের জমা রিপোর্ট খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।
Be the first to comment