ফের সেরার সেরা পশ্চিমবঙ্গ, ১৪টি রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত গ্রামবাংলা

Spread the love

ফের বাংলার মুকুটে নয়া পালক। দেশের মধ্যে সেরার শিরোপা পেল বাংলা। রাষ্ট্রীয় স্তরে কেন্দ্রের বিজেপি সরকারের থেকে সম্মান ছিনিয়ে আনল গ্রামবাংলা। ২০২০-’২১ অর্থবর্ষে একাধিক স্তরে কাজের নিরিখে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হচ্ছে পশ্চিমবঙ্গের মোট ১৪টি জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত। প্রতিবার ২৪ এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসে দিল্লিতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই গ্রাম পঞ্চায়েতের কাজের গতি বেড়েছে। ১০০ দিনের কাজে শ্রমদিবস বা কর্মদিবস সৃষ্টি হোক বা আবাস যোজনা, গ্রামীণ রাস্তা তৈরিতে দেশের সেরা রাজ্যগুলির তালিকায় বহুবার শীর্ষে থেকেছে বাংলা। কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রক চিঠি দিয়ে বা পুরস্কারের মাধ্যমে সেই সব কাজের স্বীকৃতি দিয়েছে। এবারও তালিকা ঘোষণার আগে কেন্দ্রীয় অফিসাররা প্রতিটি গ্রাম পঞ্চায়েত সরেজমিনে ঘুরে দেখেছিলেন। রাজ্য সরকারের কাছে তালিকা-সহ বিস্তারিত বুধবারই জানানো হয়।

দপ্তরের আধিকারিকরা মনে করছেন, কাজের বিকেন্দ্রীকরণের ফলেই বারবার সাফল্য এসেছে। তিনটি বিশেষ বিভাগে সেরার সম্মান পেয়েছে গ্রামবাংলার তিন গ্রাম পঞ্চায়েত। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, শিশুবান্ধব গ্রাম পঞ্চায়েত অ্যাওয়ার্ড ২০২২ পাচ্ছে পূর্ব বর্ধমানের মেমারি-২ ব্লকের বিদুর-২ গ্রাম পঞ্চায়েত। উন্নয়মূলক কাজের নিরিখে সেরা হওয়ায় গ্রাম পঞ্চায়েত ডেভলপমেন্ট অ্যাওয়ার্ড ২০২২ উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর-১ ব্লকের গোয়াগাঁও-১ গ্রাম পঞ্চায়েত। আর জনপ্রিয় রাষ্ট্রীয় গৌরব গ্রামসভা পুরস্কার পাচ্ছে বীরভূমের ইলামবাজার গ্রাম পঞ্চায়েত। ইলামবাজার ব্লকের পাশেই ইলামবাজার জিপি বীরভূম জেলার মধ্যে প্রথম ওয়েবসাইট প্রকাশ করেছিল।

এছাড়া বাংলার ঝুলিতে এসেছে ১১টি পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব বর্ধমান জেলা পরিষদ ছাড়াও পঞ্চায়েত সমিতির মধ্যে উত্তর ২৪ পরগনার বসিরহাট ও পশ্চিম মেদিনীপুর জেলার দাশপুর-১ এই পুরস্কার পাচ্ছে। পুরস্কার প্রাপক গ্রাম পঞ্চায়েতগুলির মধ্যে বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের বলসি-২, প্রাকৃতিক সম্পদ থিমে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আমড়াকুচি রয়েছে। স্যানিটেশন থিমে পূর্ব বর্ধমান জেলার মেমারি-২ ব্লকের বোহার-১ পেয়েছে সম্মান। রাজস্ব আদায়ে ব্যতিক্রমী অবদানে রেভিনিউ জেনারেশন থিমে সম্মান দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের গঙ্গারামপুর পঞ্চায়েতের। প্রাকৃতিক সম্পদ থিমে পুরুলিয়া জেলার মানবাজার-২ ব্লকের কুমারী গ্রাম পঞ্চায়েত, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা-২ ব্লকের ভগবন্তপুর-১ ছাড়াও সম্মান প্রাপক উত্তর ২৪ পরগনা জেলার মছলন্দপুর-১ গ্রাম পঞ্চায়েত। আমফান মোকাবিলায় কাজ ও করোনার সময় বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছিল মছলন্দপুর। ২৫ লক্ষ টাকা অর্থমূল্যও পাবে পঞ্চায়েত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*