২০২১ সাল থেকে আরজি কর হাসপাতালে আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তে সিট গঠন নবান্নের

Spread the love

চিরন্তন ব্যানার্জি, কলকাতাঃ আরজি করের তরুণী চিকিৎসকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনার পরই রাজ্যের বিরোধীরা একসাথে একাধিকবার ওই হাসপাতালের আর্থিক দুর্নীতির প্রসঙ্গে সরব হয়েছে। এমন আবহে ওই সরকারি হাসপাতালকে কেন্দ্র করে ভিন্ন অভিযোগের তদন্তের কাজ শুরু করল রাজ্য সরকার।

নবান্নের বিজ্ঞপ্তি

২০২১ সালের জানুয়ারি মাস থেকে এ-পর্যন্ত আরজি কর মেডিক্যাল কলেজে যে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে, তার তদন্তে একটি সিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে। রাজ্য সরকারের ওই নির্দেশিকায় বলা হয়েছে, তদন্তের প্রয়োজনে ওই বিশেষ তদন্তকারী দল সংশ্লিষ্ট হাসপাতালের সকল সরকারি দফতরের এবং বেসরকারি এজেন্সির নথিপত্র পরীক্ষা করে দেখতে পারবে। তদন্তকারী দলের মাথায় থাকছেন রাজ্য পুলিশের আইজি প্রণব কুমার। তাঁর সহকারী হিসাবে কাজ করবেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়াকার রেজা, রাজ্য সিআইডির ডিআইজি সোমা দাস মিত্র এবং কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়। তদন্তের স্বার্থে ওই দল আবার পুলিশের যে কোনও অফিসার, কর্মীর সাহায্য নিতে পারবেন। সিট গঠনের এক মাসের মধ্যে সংশ্লিষ্ট তদন্তের গতিপ্রকৃতি সংক্রান্ত প্রথম রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*