মুখ্যমন্ত্রীর অনুরোধ উপেক্ষা করেই মুর্শিদাবাদের জাফরাবাদে নিহত বাবা-ছেলের বাড়িতে দেখা করলেন রাজ্যপাল বোস

Spread the love

রোজদিন ডেস্ক : রাখলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ। মুর্শিদাবাদের জাফরাবাদে নিহত বাবা-ছেলের বাড়িতে শনিবার সকালে দেখা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালকে দেখে তাঁরা কান্নায় ভেঙে পড়েন। তুলে ধরেন তাঁদের অসহায় অবস্থায় কথা। রাজ্যপাল মন দিয়ে অসহায় পরিবারটির কথা শোনেন।
নিহতের পরিবারের সঙ্গে দেখা করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, ‘আমি ওঁদের বলেছি বিচার ওঁরা পাবে। বিএসএফ ক্যাম্পের বিষয়টি রাজ্যকে আমি জানাব।’ কেন্দ্রওকেও বলব।’ একথা বলে তিনি রওনা দেন বেদবোনার দিকে।
প্রসঙ্গত উল্লেখ্য, ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। পরিস্থিতি আগের তুলনায় কিছুটা ঠিক হতেই শুক্রবার মালদায় রওনা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার সকালে পৌঁছে যান, দুষ্কৃতীদের হাতে খুন হওয়া বাবা-ছেলে হর গোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতে। রাজ্যপালকে দেখে তাঁরা কান্নায় ভেঙে পড়েন। যদিও এই খুনের ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এদিকে সিট গঠন করেছে রাজ্য।
অন্যদিকে, স্থানীয়রা বারবার বিএসএফ ক্যাম্প করার দাবি তুলেছেন। তবে হিংসার ঘটনায় তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট ২৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*