চাকরি প্রার্থীদের জন্য সুখবর। নির্বাচনী বিধি উঠে যেতেই বিভিন্ন সরকারি দফতরে তিন হাজার পদে কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যসরকার। শিক্ষা, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, প্রাণীসম্পদ বিকাশ সহ বেশ কয়েকটি দপ্তরে ওই নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে মন্ত্রীসভার বৈঠকে। এছাড়াও বেশ কয়েকটি স্কুল ও কলেজে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে বলেও জানা গেছে।
সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের জন্য গত দেড় মাসেরও বেশি সময়ে কর্মসংস্থানের সুযোগ তৈরির সিদ্ধান্ত নিতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাই ভোট মিটতেই নিয়োগ প্রক্রিয়া দ্রুততর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই ওই সব নিয়োগের নির্দেশিকা প্রকাশিত হবে। প্রতিটি দফতরের নিয়ম অনুযায়ীই ওই সব নিয়োগ নিয়োগ করা হবে। যেখানে পাবলিক সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন বা অন্য রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ হয়, সেখানে সেই প্রক্রিয়ার মাধ্যমেই নিয়োগ হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি দফতরের শূন্য পদের তালিকা তৈরি করা হয়েছে। একই সঙ্গে গ্রুপ ডি পদেও নিয়োগ চলবে বলে জানা গেছে।
Be the first to comment