বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত। ছুটির রবিবারে গরম কমার আশা জেগেছিল শহরবাসীর মনে। তবে খুব বেশি আশা না করা ভাল। এমনটাই জানা গেছে আবহাওয়া দফতর সূত্রে। তথ্য অনুযায়ী, উত্তর-পূর্ব বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে দক্ষিণ ওড়িশা ও সংলগ্ন বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখার কারণে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। উত্তরপূর্ব বিহার থেকে উত্তরবঙ্গ হয়ে সিকিম পর্যন্ত ঘূর্ণাবর্ত বিস্তৃত রয়েছে। ফলে উত্তরবঙ্গ, সিকিমে ভারী বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু আগামী ৬-৭ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে সক্রিয় হওয়ার সম্ভাবনা কম। উল্টোদিকে সোমবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের তাপমাত্রার পারদ সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। বইতে পারে তাপপ্রবাহও।
Be the first to comment