বাংলার জন্য একটু অন্তত সুখবর দিল আবহাওয়া দপ্তর। দুদিন ধরে প্রবল বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা অনেকটাই কেটে গেল। শুক্রবার বিকেলের মধ্যেই ঘনীভূত নিম্নচাপটি বাংলাদেশের দিকে সরে যেতে শুরু করেছে।
এর ফলে প্রবল বৃষ্টির এবং ঝড়ের আশঙ্কা থেকে অনেকটাই মুক্ত হলো দক্ষিণবঙ্গ। তবে বজ্রপাত এবং সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। ফলে সপ্তমীর সন্ধ্যা এবং অষ্টমীর সকালে কোথাও কোথাও বৃষ্টি হলেও, তাতে বড় দুর্যোগের আশঙ্কা থাকছে না। বাংলার জন্য যা অনেকটাই স্বস্তিদায়ক।
বর্তমানে নিম্নচাপটি ঘণ্টায় ২২ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে। ধীরে ধীরে এটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এগিয়ে গিয়ে সাগর দ্বীপ হয়ে বাংলাদেশে পৌঁছবে। সেসময় সাগর দ্বীপ এলাকায় ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর।
যদিও শুক্রবার সারাদিন নিম্নচাপের জেরে আকাশের মুখ ভার গোটা রাজ্যে। কালো মেঘে ঢেকে রয়েছে চারিদিক। সপ্তমীর দিন একদিকে হাইকোর্টের নির্দেশে রাস্তায় লোকের ভিড় কম, অন্যদিকে আকাশের এমন গুরুগম্ভীর অবস্থায় অনেকেই যেকোনো মুহূর্তে বৃষ্টির আশঙ্কায় শঙ্কিত ছিলেন। যদিও আবহাওয়া দপ্তর এর তথ্য অনুযায়ী, এই যাত্রায় বড় ঝঞ্ঝা থেকে বাঁচল বাংলা।
Be the first to comment