
রোজদিন ডেস্ক: কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভীষণ গরম পড়েছে। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে চলেছে কলকাতা লাগোয়া দুই ২৪ পরগনা। এর জেরে জারি করা হয়েছে সতর্কতা। এদিকে উত্তরে বৃষ্টি হতে পারে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে রবিবার। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এরই মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অন্তত ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকতে পারে। আগামী ২ দিন দক্ষিণবঙ্গের তাপমত্রা অপরিবর্তিত থাকবে। তারপর সর্বোচ্চ পারদ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ৩০ এপ্রিল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থাৎ, সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি ওফরে চলে যেতে পারে। এহেন পরিস্থিতিতে এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই আবহে বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বেশিক্ষণ বাইরে থাকতে বারণ করা হয়েছে। ৩০ মার্চ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের থেকে প্রায় ৩.৫ ডিগ্রি সেলসিয়াস ওপরে। এরপর ৩১ মার্চও শহরের সর্বোচ্চ পারদ ৩৮ ডিগ্রির ঘরে থাকতে পারে। এরপর ১ থেকে ৩ এপ্রিল তিলোত্তমার সর্বোচ্চ পারদ থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তারপর ৪ এপ্রিল তা কমে ৩৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
অন্যদিকে, রবিবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা। আজ ও আগামীকাল অর্থাৎ শনিবার এবং রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে দার্জিলিং ও কালিম্পং জেলাতে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে। আগামীকাল দার্জিলিং ও কালীমন্দির পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। আগামী ৪/৫ দিনে তাপমাত্রার পরিবর্তনের কোন সম্ভাবনা নেই।
Be the first to comment