আবারও শতরান করলেন বিরাট কোহলি ৷ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নিজের অষ্টম শতরান সেরে ফেললেন বিরাট কোহলি ৷ পাশাপাশি আন্তর্জাতিক কেরিয়ারের ৪২ তম শতরান সেরে নিলেন তিনি ৷ এদিন বিরাট ১১২ বলে ১০০ রান করেন। শতরান সাজানো ১০ টি চার ও ১ টি ছয় দিয়ে ৷
এদিন দরকার ছিল ১৯ রান ৷ রবিবার কুইন্স পার্ক ওভালে ভারতীয় ইনিংস তথা ম্যাচের পঞ্চম ওভারের চতুর্থ বলে (৪.৪ ওভার) শেলডন কটরেলকে থার্ডম্যানে ঠেলে দিয়ে সিঙ্গলস নিতেই ইতিহাস গড়েন বিরাট কোহলি ৷ ওয়ান ডে ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সব থেকে বেশি রান করা ক্রিকেটারে পরিণত হন ভারত অধিনায়ক ৷ তিনি ভেঙে দেন প্রাক্তন পাক তারকা জাভেদ মিঁয়াদাদের রেকর্ড ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মিঁয়াদাদ করেছেন ১৯৩০ রান ৷ এই ম্যাচের আগে বিরাট কোহলি দাঁড়িয়েছিলেন ১৯১২ রানে ৷ পোর্ট অফ স্পেনে ব্যক্তিগত ১৯ রানে পৌঁছতেই মিঁয়াদাদের কাছ থেকে ২৬ বছরের পুরনো রেকর্ড ছিনিয়ে নেন বিরাট ৷
পাক তারকার থেকে অনেক কম ইনিংসে কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সব থেকে বেশি রান করার নজির গড়েন ৷ মিঁয়াদাদ ৬৪টি ইনিংসে ১৯৩০ রান করেছিলেন ৷ কোহলি ৩৪টি ইনিংসে টপকে গেলেন তাঁকে ৷ মিঁয়াদাদ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে মাত্র ১টি ওয়ান ডে সেঞ্চুরি করেছেন ৷ কোহলি সেখানে এই ম্যাচের আগেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭টি শতরান করেছেন ওয়ান ডে ম্যাচে।
পাশাপাশি এদিন নিজের মুকুটে আরও একটি রঙিন পালক যোগ করলেন বিরাট ৷ ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে গেলেন বর্তমান ভারত অধিনায়ক ৷ পোর্ট অফ স্পেনে ব্যাট হাতে মাঠে নামার আগে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির ব্যক্তিগত সংগ্রহ ছিল সাকুল্যে ১১২৮৬ রান ৷ সৌরভ সেখানে ওয়ান ডে কেরিয়ারে সংগ্রহ করেছেন ১১৩৬৩ রান অর্থাৎ সৌরভকে টপকাতে কোহলির প্রয়োজন ছিল ৭৮ রান ৷ ইনিংসের ৩২তম ওভারের তৃতীয় বলে জেসন হোল্ডারকে থার্ডম্যান বাউন্ডারিতে পাঠিয়ে লক্ষ্যে পৌঁছে যান বিরাট ৷
সৌরভকে টপকে বিরাট এখন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ওয়ান ডে রান সংগ্রহকারী ৷ সামনে রয়েছেন শুধু কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৷ যাঁর সংগ্রহে রয়েছে রেকর্ড ১৮৪২৬ রান ৷ সব মিলিয়ে ওয়ান ডে ক্রিকেটে সব থেকে বেশি রান করা ক্রিকেটারদের তালিকায় ৮ নম্বরে উঠে এলেন কোহলি ৷
আর এদিকে এদিন বিরাটের ৪২ তম শতরানের পরেই সৌরভ গঙ্গোপাধ্যায় বিরাটের দারুণ প্রশংসা করেন ৷ নিজের টুইটারে সৌরভ লিখেছেন বিরাট কোহলির ফের একটা একদিনের ক্রিকেটে মাস্টারক্লাস, কী দারুণ খেলোয়াড় ৷
Be the first to comment