মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও জেলার জয়জয়কার। ২০১৮ উচ্চমাধ্যমিকে পঞ্চম হয়েছে মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যা ভবনের ছাত্র আর্য্য সামন্ত। তার প্রাপ্ত নম্বর ৪৮৬। আর্য্যের এই সাফল্যে খুশি স্কুলের শিক্ষিক-শিক্ষিকা,বাবা- মা থেকে শুরু করে প্রতিবেশী সকলেই। বাবা অবিনাশ সামন্ত পেশায় গৃহ শিক্ষক ও মা রঞ্জনা সামন্ত গৃহবধূ। ভবিষ্যতে মেডিক্যাল নিয়ে পড়াশুনা করে ডাক্তার হওয়ার ইচ্ছে আর্য্য সামন্তের।
অপরদিকে ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতনের ছাত্র দীপ্তম জানা ষষ্ঠ স্থান অধিকার করেছে। দীপ্তমের প্রাপ্ত নম্বর ৪৮২। তার এই সাফল্যে বেশ খুশি গোটা পরিবার। সকাল থেকেই টিভির দিকে নজর ছিল দীপ্তমের। নিজের নাম শুনতেই নিজেও উচ্ছাসে মেতে উঠেছিল। একথা নিজেই জানাল ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতনের ছাত্র। পরিবারের পাশাপাশি দীপ্তমের সাফল্যে অত্যন্ত উচ্ছসিত তার স্কুলও। দীপ্তমের বাবা পেশায় ব্যবসায়ী। আগামীতে ডাক্তার হওয়ার ইচ্ছে বিজ্ঞানের ছাত্র দীপ্তম জানার।
Be the first to comment