হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে হতে পারে ফোন ক্র্যাশ ?

Spread the love

বিশেষ প্রতিনিধি,

হোয়াটসঅ্যাপে আসছে এক অদ্ভুত ধরণের মেসেজ৷ সেই মেসেজে ক্লিক করলেই কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যাবে আপনার ফোন৷ তারপরেই ফোনে শুরু হবে নানা যান্ত্রিক সমস্যা৷ আই ফোন বা অ্যান্ড্রয়েড. দুই ধরণের ফোনের জন্যই এই সতর্কবার্তা জারি করা হয়েছে৷

দু ধরণের মেসেজ আসতে পারে আপনার ফোনে৷ একটায় থাকতে পারে একটি কালো রংয়ের গোলাকার চিহ্ন৷ তার সাথে থাকবে সতর্ক বার্তা৷

অন্যদিকে থাকতে পারে একটি কান্নার বা হাসিমুখের স্মাইলি৷ সঙ্গে লেখা থাকবে ‘রিড মোর’৷ সেখানে ক্লিক করলেই সাড়ে সর্বনাশ৷ সঙ্গে সঙ্গে আপনার ফোনটি রিবুট হবে৷ আর যদি ভাগ্য খারাপ থাকে, তবে ফোনটি খারাপও হয়ে যেতে পারে৷

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সতর্ক হন৷ বিশেষ ধরণের মেসেজ থেকে ফোন ক্র্যাশ করার আশঙ্কা থাকছে৷ সাইবার বিশেষজ্ঞরা একে বলছেন টেক্সট বম্ব৷ সতর্কতা হিসেবে তাঁরা বলছেন, খেয়াল রাখুন৷ এই ধরণের কোনও মেসেজ পেলে সঙ্গে সঙ্গে সেই চ্যাটের পুরোটা ডিলিট করুন৷ শুধুমাত্র ওই একটি মেসেজ মুছবেন না৷ তাতে কাজ নাও হতে পারে৷

যদি তাও মেসেজে ক্লিক হয়ে যায়, তবে ফোনের পাওয়ার বাটনটিকে ধরে রাখুন, যতক্ষণ না ফোন রিস্টার্ট হচ্ছে৷ হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ অদূর ভবিষত্যে এই সমস্যা সমাধানের জন্য একটি সফটওয়্যার লঞ্চ করার ইঙ্গিত দিয়েছে তারা৷ এই সমস্যা নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু না বললেও, এই রকম ঘটনার কথা স্বীকার করে নিয়েছে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*