ফের দুর্ঘটনা গ্রস্থ কুম্ভগামী বাস, জখম হয়েছেন বহু পুণ্যার্থী..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কুম্ভে যাওয়ার পথে ফের দুর্ঘটনা । মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার এগরার পাহাড়পুর থেকে কুম্ভের দিকে যাচ্ছিল একটি বাস। আর সেইসময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা মারে । তাতেই জখম হয়েছেন বাসে থাকা ১৫ জন পুণ্যার্থী। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে ।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিন সকালে দুর্ঘটনাটি ঘটে আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের বাংলা ও ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া ডুবুরডিহি চেকপোস্টে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ এবং কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় । দুর্ঘটনার জেরে বেশ কয়েকজন যাত্রীর মাথা ফেটে গিয়েছে বলে খবর।
এই দুর্ঘটনা প্রসঙ্গে বাসের এক যাত্রী জানিয়েছেন, ‘ রাস্তাতেও একটি বাইককে ধাক্কা দিয়েছিল বাসটি। বারবার আমরা চালককে সতর্ক করেছিলাম । কিন্তু আমাদের কোন কথা তিনি কর্ণপাত করেনি । এরপরেই চেকপোস্টের কাছে এসে বাসটি নিয়ন্ত্রণ হারায়। তাতেই ঘটে দুর্ঘটনা।’ কী ভাবে এই দুর্ঘটনা ঘটল? তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই দুর্ঘটনা নিয়ে কাউকে গ্রেফতার করা হয়নি । চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা সেইদিকেও নজর দিচ্ছে পুলিশ। দুর্ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*