
রোজদিন ডেস্ক, কলকাতা:- রক্ষকই যখন ভক্ষক হয়ে দাঁড়ায় তখন প্রশ্ন চলে আসে মহিলাদের সমস্যা থেকে রক্ষা করবেন কে? সেখানে এবার শ্লীলতাহানিতে অভিযুক্ত খোদ পুলিশকর্মী। তাও আবার চলন্ত ট্রেনে। দমদম স্টেশনের ঘটনা। আপ শান্তিপুর লোকালে বছর বাইশের তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ। লিখিত অভিযোগের ভিত্তিতে দমদম জিআরপি থানায় গ্রেফতার অভিযুক্ত পুলিশকর্মী দীপঙ্কর সেন।
আপ সাতটা বেজে চার মিনিটের শিয়ালদহ শান্তিপুর লোকালে বুধবার ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, শিয়ালদহ থেকে ওঠেন ওই অভিযুক্ত পুলিশকর্মী। তার নাম দীপঙ্কর সেন। রাজ্য পুলিশের হোমগার্ড পদে কর্মরত সে। ভবানী ভবনে পোস্টিং রয়েছে ওই পুলিশকর্মীর। এদিকে ট্রেনে বিধাননগর থেকে ওঠেন ২২ বছরের ওই তরুণী। ট্রেনে ভিড় কমই ছিল বলে জানান সহযাত্রীরা। এরই মধ্যে ওই পুলিশ কর্মী ক্রমশ তরুণীর দিকে সরে যেতে শুরু করেন। বিধাননগর থেকে ট্রেন ভিড় হতে শুরু করলে পুলিশকর্মী তরুণীর গা ঘেঁষে দাঁড়ান বলে অভিযোগ। এবং তার সাথে অপ্রীতিকর আচরণ করতে শুরু করেন।
মহিলা প্রতিবাদ করায় উল্টে কটূক্তি করেন বলে অভিযোগ ওই পুলিশকর্মীর বিরুদ্ধে। দমদম আসতেই সঙ্গে সঙ্গে অভিযুক্তকে নামিয়ে লোক জড়ো করেন তরুণী। সহযাত্রীদের চাপে আমতা আমতা করতে থাকে অভিযুক্ত। সহযাত্রীরা জানান, প্রথমে অস্বীকার করলেও পরে অভিযুক্ত জানায়, ভিড়ের মাঝে গায়ে হাত লেগে গিয়েও থাকতে পারে।
তারপরেই ওই পুলিশ কর্মীকে ধরে দমদম জিআরপি থানায় নিয়ে যান সহযাত্রীরা। এফআইআর দায়ের করা হয়। প্রথমে ওই পুলিশ কর্মীকে আটক করে জিআরপি। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। গোটা ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।
Be the first to comment