১৫ লাখ ৩০ হাজার ডলারে বিক্রি হলো এক বোতল হুইস্কি

Spread the love

এক বোতল হুইস্কির দাম ১৫ লাখ ৩০ হাজার ডলার! লন্ডনের নিলামঘর ক্রিস্টিতে বিক্রি হল এই বিশাল দরে। বহু পুরানো এই হুইস্কির বোতলটিও দারুণ। আয়ারল্যান্ডের শিল্পী মাইকেল ডিলনের আঁকা লেবেল রয়েছে তার গায়ে।

গতমাসে ১৯২৬ সালের একটি হুইস্কির বোতল এডিনবরার বনহ্যামসে বিক্রি হয়েছিল ১১ লাখ ডলারে। এটি সেই রেকর্ড ভাঙল। ১৯২৬ সালের ম্যাকক্যালান বোতলবন্দি হয় ১৯৮৬ সালে। তার আগে ৬ দশক ধরে মদ পচানো হয় স্কটল্যান্ডের ম্যাকক্যালান ডিস্টিলারিতে। তিনজন শিল্পীকে বলা হয়েছিল বোতলের লেবেল আঁকার জন্য। তাঁদের একজন পিটার ব্লেক, ইতালিয়ান চিত্রশিল্পী ভ্যালেরিও আদামি এবং মাইকেল ডিলান। ব্রেক এবং আদামি ১২টি আলাদা বোতলের লেবেল এঁকেছেন। ডিলান বোতলের গায়ে নিজের হাতে এঁকেছেন স্কটল্যান্ডেক নিসর্গদৃশ্য। ক্রিস্টি জানাচ্ছে, এমন একটা বোতল যে আছে তা ম্যাকক্যালান নিজেরাই জানত না। শেষ এটিকে দেখা গিয়েছিল লন্ডনের নিলামঘরে। তাদের দাবি, এই হুইস্কি বিংশ শতকে সবথেকে ভালো সংগ্রহযোগ্য সিঙ্গল মল্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*