বঙ্গে বিজেপির নতুন সভাপতি কে? মেগা বৈঠকে করল বিজেপি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- রাজ্য বিজেপিতে সভাপতি পদে সুকান্ত মজুমদারের উত্তরসূরি কে? তা নিয়ে জোর জল্পনা গেরুয়া শিবিরের অন্দরে। পরবর্তী রাজ্য সভাপতি এবং একাধিক জেলা সভাপতি নির্বাচন নিয়ে রবিবারই সল্টলেকে বৈঠকে সারলেন বিজেপির কোর কমিটি। সেই বৈঠকে রাজ্য শেষে সভাপতি নির্বাচনের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খোদ সুকান্ত মজুমদার। জানিয়ে দিলেন, রাজ্য সভাপতি নিয়োগ কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের উপর নির্ভর করে। কিন্তু এবিষয়ে এখনও কোনও কেন্দ্রীয় নির্দেশ আসেনি।

চলতি মাসের শেষেই অমিত শাহ রাজ্য সফরে আসতে পারেন অমিত শাহ আর তার আগে রবিবাসরীয় বিকালে বিজেপির সল্টলেকের অফিসে অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, অমিতাভ চক্রবর্তীদের উপস্থিতিতে সাংগঠনিক বৈঠকে বসল বঙ্গ বিজেপি। এরপর সুকান্তের কথায়, “আজকের বৈঠক হল সাংগঠনিক বৈঠক। বিজেপিতে নেতার পরিবর্তন হয়। কিন্তু কাজটা একই থাকে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। একজন ব্যক্তি সব বদল করতে পারে না। এটা একটা টিম গেম। সেই টিমের ক্যাপ্টেন বদল হয়। কিন্তু গেমটা একই থাকে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*