চ্যাম্পিয়ন হলো আফগানিস্তান আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বে। রবিবার টুর্নামেন্টের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারালো তারা। এই দুই দলই ২০১৯ সালের বিশ্বকাপে অংশগ্রহণ করবে এবারে। রবিবার হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের ২০৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪০.৪ ওভারে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন ওপেনার মোহাম্মদ শাহজাদ। ৫১ রান করেন রহমত শাহ। ১২ বল খেলে ২৭ রান করে অপরাজিত থেকে যান মোহাম্মদ নবী। ক্রিস গেইল ২টি উইকেট নেন।
মাত্র ৪৪ ওয়ানডেতে ১০০ উইকেট নিয়ে ইতিহাস গড়েলেন আফগানিস্তানের রশিদ খান। রবিবার বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের শাই হোপকে ফিরিয়ে তিনি এ রেকর্ড গড়েন। সবচেয়ে কম ম্যাচের খেলার পাশাপাশি সবচেয়ে কম বয়সেও এই মাইলফলক স্পর্শ করলেন ১৯ বছর বয়সী এই লেগ স্পিনার।
এর আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের। ৫২ ম্যাচে ১০০ উইকেট নিয়েছিলেন তিনি।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৬.৫ ওভারে ২০৬ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন রভম্যান পাওয়েল। ক্রিস গেইল ১৮ বল খেলে ১০ রান করে আউট হন। আফগানিস্তানের পক্ষে মুজিব-উর-রহমান সর্বোচ্চ ৪টি উইকেট নেন।
জিম্বাবুয়ের মাটিতে গত ৪ মার্চ থেকে দশটি দলের অংশগ্রহণে শুরু হয় আইসিসি বিশ্বকাপ বাছাইপর্ব। গ্রুপ পর্ব শেষে ছয়টি দল সুপার সিক্স পর্বে উঠে। এখান থেকে সেরা দুইটি দল ফাইনালে উঠে। সুপার সিক্স পর্ব থেকে বিদায় নেয় জিম্বাবোয়ে। তারা ২০১৯ সালের আইসিসি বিশ্বকাপে খেলতে পারবে না।
ফাইল ছবি
Be the first to comment