গত বছর হ্যারিকেন ঝড় ইরমা ও হার্ভির তাণ্ডবে ক্যারিবীয়ান অঞ্চলের বেশ কিছু স্টেডিয়াম ক্ষতিগ্রস্থ হয়। এর মধ্যে পাঁচটি স্টেডিয়াম সংস্কারের জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে আগামী ৩১ মে ইংল্যান্ডের লর্ডসে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচটিকে আইসিসি আন্তর্জাতিক ম্যাচের মর্যাদাও দিয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক হয়েছেন কার্লোস ব্রেথওয়েট। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ দলে থাকবেন ক্রিস গেইল, মারলোন স্যামুয়েলস, আন্দ্রে রাসেল, সামুয়েল বদ্রিরা।
আর ওই ম্যাচের জন্য একবারে বিশ্ব একাদশের দল নির্ধারণ করতে পারেনি আইসিসি। প্রথমে আফ্রিদি, মালিক, পেরেরার নাম ঘোষণা করেছে। এরপরে নাম এসেছে মরগান, রশিদ খান, সাকিব, তামিমদের। এরপর খেলার বিষয় নিশ্চিত করেছেন ভারতের দিনেশ কার্তিক-হার্দিক পান্ডিয়ারা। এরপর নিউজিল্যান্ড থেকে আইসিসি ওই দু’জন খেলোয়াড় বেছে নিয়েছে। তারা হলেন নিউজিল্যান্ড উইকেটরক্ষক লুক রনকি এবং বামহাতি পেসার ম্যাকক্লেনেঘান। তাদের দু’জনকে দিয়েই পূর্ণ হয়েছে বিশ্ব একাদশ। এই বিশ্ব একাদশের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের ইয়ন মরগান।
বিশ্ব একাদশ: লুক রনকি, তামিম ইকবাল, ইয়ন মরগান (অধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, শোয়েব মালিক, হার্দিক পান্ডিয়া, থিসারা পেরেরা, শহিদ আফ্রিদি, রশিদ খান ও মিচেল ম্যাকক্লেনেঘান।
সূত্রে থেকে দেওয়া ওয়েস্ট ইন্ডিজ দল: কালোর্স ব্রাফেট (অধিনায়ক), সামুয়েল বদ্রি, আন্দ্রে ফ্লেচার (উইকেটরক্ষক), রায়াদ এমরিট, ক্রিস গেইল, ইভান লুইস, আসলি নার্স, দিনেশ রামদিন (উইকেটরক্ষক), কিমো পাউল, রাভম্যান পাউয়েল, আন্দ্রে রাসেল, মারলোন স্যামুয়েলস, কেসরিক উইলিয়ামস্।
ফাইল ছবি
Be the first to comment