শুক্রবার রাতে যে দশেরা উৎসবে যোগ দিয়ে ৬০ জন মারা গিয়েছেন, তার প্রধান অতিথি ছিলেন পঞ্জাবের মন্ত্রী নভজ্যোৎ সিং সিধুর স্ত্রী নভজ্যোৎ কাউর সিধু। তিনিও কংগ্রেস নেত্রী । অভিযোগ, দুর্ঘটনার কথা শুনেও তিনি অন্য এক জায়গায় দশেরা উৎসবে যোগ দিতে চলে যান। শনিবার তিনি সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর কথায়, রাতে বাড়ি ফেরার পরে আমি দুর্ঘটনার কথা শুনেছি।
যারা তাঁর নামে অভিযোগ তুলছে, তাদের সম্পর্কে নভজ্যোৎ কাউর সিধু বলেন, কেউ কেউ দুর্ঘটনা নিয়ে রাজনীতি করছেন। তাঁদের লজ্জা হওয়া উচিত। আমি বাড়ি ফিরে যখন দুর্ঘটনার কথা শুনলাম, সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনারকে ফোন করলাম। জিজ্ঞাসা করলাম, আমি কি ওখানে যাব? তিনি বললেন, দুর্ঘটনাস্থলে এখন ব্যাপক ভিড়। খুব গোলমাল চলছে। তখন আমি ঠিক করলাম ওখানে না গিয়ে বরং আহতদের হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করি।
যেখানে দুর্ঘটনা হয়েছে সেখানকার স্থানীয় মানুষের দাবি, যারা রেলের অনুমতি না নিয়ে লাইনের ওপরে দশেরা পালনের আয়োজন করেছিল, তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে। আপাতত জানা গিয়েছে, স্থানীয় কাউন্সিলর মিঠু মদন ওই উৎসবের উদ্যোক্তা ছিলেন। দুর্ঘটনার পরে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না।
নভজ্যোৎ কাউর সিধু বলেছেন, ওই জায়গায় তো প্রতি বছরই দশেরা পালিত হয়। এর আগে যখন রাজ্যে অকালি দলের সরকার ছিল তখনও হয়েছে। আমরা কি মানুষকে বলেছিলাম, আপনারা লাইনের ওপরে দাঁড়িয়ে থাকুন? আমরা কি তাদের ওপর দিয়ে ট্রেন চালিয়ে দিয়েছি? যারা এতবড় শোকাবহ ঘটনা নিয়ে রাজনীতি করছেন, তাঁদের লজ্জা হওয়া উচিত।
Be the first to comment