আর চিন্তা নেই। এবার থেকে বিমানেও মিলবে ওয়াইফাই পরিষেবা। হ্যাঁ, এটা সত্যি। তবে এর জন্য টিকিটের দাম বাড়তে পারে কমপক্ষে ২০ থেকে ৩০ শতাংশ অবধি। যার ফলে খানিকটা বেকায়দায় পড়লো দেশের বিমান পরিবহন সংস্থাগুলি।
সম্প্রতি ট্রাই বিমানে ইন্টারনেট ও ভয়েস কলের সুবিধা দেওয়ার ব্যাপারে ছাড়পত্র দিয়েছে। সূত্রের খবর, আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা বিমানে ইন্টারনেটের সুবিধা দিতে গেলে খরচ হতে পারে ঘণ্টায় ৫০০ থেকে ১০০০ টাকা। যেসব যাত্রী আগাম ১২০০-২৫০০ টাকার টিকিট কাটেন তাদের কীভাবে ওই টাকার মধ্যে ইন্টারনেট দেওয়া যাবে তা নিয়েই এখন বিস্তর ভাবনাচিন্তা চলছে।
Be the first to comment